It Nirman

About Us

It Nirman | জ্ঞান অন্বেষীদের জন্য বইহীন একটি ওপেন পাঠাগার। এই পাঠাগারে আছে বিচিত্রময় সবকিছুই! এখানে পাবেন জীবনমূখী নানা সমস্যার সমাধান। সাইন্স এবং টেকনোলজির সহ বিভিন্ন বিষয়ের জ্ঞানের আদ্যোপান্ত। প্রযুক্তির কল্যাণেই দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে আমাদের অর্জনকে ভাগ করে নেয়ার সৌভাগ্য হয়েছে। পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের উন্নয়ন ও দর্শকদের বিভিন্ন সমস্যা সমাধানের অংশীদার হয়ে আমরা গর্ববোধ করি!

সকলেই জানি, প্রযুক্তি আসার পর থেকেই খুব সহজেই জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া যায়। প্রযুক্তির ব্যবহারে জ্ঞানের কোন সীমাবদ্ধতা নাই। ইন্টারনেট জুড়ে রয়েছে জ্ঞানের বিশাল তথ্য ভান্ডার। আর সেই জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধ করতেই আমরা প্রতিনিয়তই বিচিত্র বিষয়ের তথ্য/আলোচনা এই ওয়েবসাইটে তোলে ধরি।

It Nirman | এই ওয়েবসাইটে যেহেতু বাংলা ভাষাভাসী মানুষের সমাগম হয় বেশী, তাছাড়া আমাদের মাতৃভাষাও বাংলা; সেহেতু আমরা বাংলা কন্টেন্টের প্রতি বেশী নজর দিই। আমাদের প্রত্যেকটা কন্টেন্টই দর্শকদের স্বার্থে পরিবেশিত করা হয়। আমরা কখনই কারো বিপক্ষে কথা বলি না। কোন দলের সাথেও আমাদের চুক্তিবদ্ধতা নেই।

জ্ঞানমূলক সত্যনিষ্ঠ অজানা সব তথ্যের আবিষ্কারই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যকেই কেন্দ্র করে বিরামহীন পথে হাটছি। অর্জিত সকল জ্ঞান মানুষের দ্বারপ্রান্তে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে আমাদের পথচলা। স্বাগতম আপনাকে এই সু-বিশাল জ্ঞান ভান্ডারে! …

আমাদের সম্পর্কে আরো জানতে ইমেইল করুনঃ Contact@itnirmans.com

Archives